যদি জামাতে নামাজ পড়ার ক্ষেত্রে ১ বা ২ রাকাত না পাওয়া গেলে,শেষে ইমাম সাহেব সাহেব সালাম একবার ফেরানর পর দাঁড়াব না দুবার সালাম ফেরানর পর দাঁড়াব?একবার ফেরানোর পর দাঁড়ালে কি নামাজ হবে ?


শেয়ার করুন বন্ধুর সাথে

ইমাম সাহেব উভয় দিকে সালাম ফেরানোর 

পর দাঁড়াবেন। তবে একদিকে সালাম ফেরানোর

পর দাঁড়িয়ে গেলেও নামাজ হয়ে যাবে।

কিন্তু উত্তম হল উভয় সালামের পর দাঁড়ানো। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ