এক্ষেত্রে সে কি সুরা তেলাওয়াত ,  ওজু করা ,  মসজিদে যাওয়া

এর কারণে সওয়াব পাবে  ।  মনে করুন আমি নামাজ পড়ি কিন্তু নামাজে বিভিন্ন চিন্তা মাথায় আসার কারণে আমার নামাজ পরিপুর্ণ হয় না ,  আমি যে ওজু করলাম , মসজিদে গিয়ে কিছু

সময় কাটালাম ,  সুরা তেলাওয়াত করলাম।।  এর জন্য কি আমি

সওয়াব পাবো । 


শেয়ার করুন বন্ধুর সাথে

Call

হ্যা এর জন্য আপনি অবস্য সওয়াব  পাবেন।

যেমন: কুরআন তেওয়ালাত জিকির ইত্যাদি নেক আমল করলে আপনি তার সওয়াব পাবেন।

কিন্তু নামাজের মধ্যে অন্য কোন খেয়াল আসলে নামাজ হবেনা এমন নয়।

নামাজ ত্রুটিপূর্ণ হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ