আমার বাবার চেক বই থেকে চেক নিয়ে আমি সই করে চাকরির ব্যাপারে একজনকে দিছি । এখন সে যদি দুইনম্বারি কিছু করে।এখন সেক্ষেত্র আমি কি কোন আইনি ব্যবস্থা নিতে পারি প্লিজ জলদি বলেন।


শেয়ার করুন বন্ধুর সাথে
Junait

Call

কি আশ্চার্য..! বেআইনি কাজ আপনি নিজে করে

অন্যজনকে সেই কাজের রিএকসনের জন্য আইনের

সহায়তা খুঁজছেন...?

আপনি পুরো ঘটনা স্পষ্ঠ করে বলেন নি।

যাইহোক, যদি আপনার বাবার চেক এ আপনার বাবার স্বাক্ষর

থাকে এবং টাকার পরিমাণ, তারিখ ফাঁকা থাকে তাহলে

বিরাট কেসে পড়বেন আপনার বাবা। এমন ফ্রড কেসে

ফেসে যাবেন যা আপনার কল্পনারও বাইরে। সুতরাং

ঘটনা এমন ঘটলে তার সাথে ঝামেলা না করে আপোষে

মিটিয়ে নিন বিষয়টি।  

আর হ্যাঁ,  অনিতিবিলম্বে থানায় আপনার বাবাকে

চেকের নম্বর সহ হারানো জিডি করতে বলুন। 


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ