আমার বাবা ইনসুলিন আর ও ইনসুলিন এল ব্যবহার করে।  তো সমস্যা হল মাঝে  মাঝে সুগার কমতে কমতে 1 / 0 তে চলে আসে আবার সুগার অনেক বেড়ে ও যায়। তখন বাবা অসুস্থ হয়ে যায়।  এখন একটা ডায়বেটিস চেক করা মেসিন হলে ঘরে বসে ডায়াবেটিস এর পয়েন্ট মেপে ইনসুলিন সঠিক ভাবে নেওয়া যায়।  এখন ভাইয়া এটি কোথায় পাব আর এর সঠিক দাম কত এবং এই মেশিনের ভাল মন্দ প্রকারভেদ আছে কিনা।  ভাইয়া একটু সঠিক তথ্য জানালে উপকৃত হতাম।  ডাক্তারের টাকা দিতে দিতে শেষ হয়ে যাচ্ছি। 


শেয়ার করুন বন্ধুর সাথে
Call

ভালো কিছু ফার্মেসিতে আপনি পেয়ে যাবেন...

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ