আমার বয়স ৩০। আমার অতিরিক্ত এলার্জি সমস্যা অনেক ঔষধ খাওয়ার পরেও ভালো হচ্ছে না এই সমস্যা সমাধানের জন্য ভালো কোন ঔষধের নাম জানালে উপকৃত হবো।


শেয়ার করুন বন্ধুর সাথে
Call

ঔষধের চেয়ে অ্যালার্জি থেকে দূরে থাকা বেশি সহজ। আপনি প্রথমে বুঝে নিন আপনার কিসে অ্যালার্জি। যদি কোনো খাবারে হয়ে থাকে তবে তা খাবেন না। আবার ঠান্ডা বা ধুলা-বালি থেকে দূরে থাকতে পারেন। 

ঔষধ যদি খেতে চান তবে অ্যালারিড ভালো। এটি অ্যালার্জির পাশাপাশি সর্দি, হাঁচি, কাশিও দূর করে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ভাই আমি যে ওষুধ টার নাম বলব ওটা আপনাকে ১০ দিন রেগুলার খেতে হবে। নাম হল kenazol। এটা aci কোম্পানির ওষুধ। প্রতিদিন রাত এ খাওযার পর ১টা করে ১০ দিন খাবেন। কিছু খাবার এড়িয়ে চলতে হবে । চিংড়ি, বেগুন, গরুর মাংস এগুলো সাময়িক এর জন্য বন্ধ রাখবেন। এটা । follow করলে ইনশাআল্লাহ ভাল হয়ে যাবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
SmnetTv

Call

আপনি সাধারনত ভাবে ডাক্তারে পরার্মশ্য নেন।এবং এলার্জি জনিত খাবার যেরকম গরুর মাংস, হাঁসের বা মুরগীর ডিম, বেগুন, চিংড়ি ,মুসরের ডাল ইত্যাদি খাবার থেকে বিরত থাকবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ