আপনি ঢিলাকুলুপ ব্যবহার করুন। ঢিলাকুলুপ নিয়ে কিছুক্ষণ হাঁটুন। এতে প্রস্রাব ঝরা বন্ধ হবে। প্রয়োজনে বেশিক্ষণ হাঁটুন, আযানের আগেই প্রস্রাব করুন। মনে রাখবেন, প্রস্রাব ঝরাবস্থায় অজুও হবে না, নামাজও হবে না। তাই প্রস্রাব ঝরা বন্ধ করার ব্যবস্থা করতে হবে। যেভাবেই হোক প্রস্রাব ঝরা শেষ হয়েছে বলে নিশ্চিত হতে হবে। আর ভালো ডাক্তার দেখান, চিকিৎসায় এ রোগ ভালো হওয়ার আশা করা যায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ