আপনি যদি উপস্থিত সময়ে কাজা করে ফেলেন, তাহলে আপনার ফজর থেকে ইশা পর্যন্ত সব নামাজই কাজা করতে হবে। কারণ, ছাহিবে তারতীবের জন্য তারতীব রক্ষা করা ওয়াজিব। তারতীব নষ্ট হলে নামাজও নষ্ট হয়ে যায়। আর যদি আপনি যে নামাজ নষ্ট হয়েছে, সে নামাজের ছয় ওয়াক্ত পর কাজা করেন, তাহলে শুধু ফজর কাজা করলেই হবে। কারণ, তারতীবের বিষয়টা পুরোপুরি নামাজ ভঙ্গকারী নয়। বরং, নামাজ শুদ্ধতা মওকুফ বা স্থগিত কারী। আর ছয় ওয়াক্ত পর সে স্থগিত নামাজ ঠিক হয়ে যায়। [দেখুন, হালাবী কাবীর, নুতাফ ফিল ফাতাওয়া, হিদায়াহ এবং অন্যান্য ফিকহি কিতাব।]

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ