ঠিক আছে, ভিডিওতে মসজিদের মতোই তালিম দেওয়া হয়। কিন্তু মসজিদে হুজুর সরাসরি আপনার মুখ থেকে শুনবেন, আপনার উচ্চারণ হচ্ছে কি না দেখবেন, না হলে ঠিক করে দেবেন। ... কিন্তু এটা আপনি ভিডিওতে কীভাবে পাবেন? আর উচ্চারণই যদি হল না, তাহলে কুরআন শেখার মানে কী? ভিডিওতে অনেক হরফের সঠিক উচ্চারণ নাও বোঝা যেতে পারে। এক্ষেত্রে আপনি কীভাবে শুদ্ধ শিখবেন? তাছাড়া কোনো জায়গায় আপনি যদি আটকে যান বা কোনো প্রশ্নের উদ্রেক হয়, সেক্ষেত্রে ভিডিওর উস্তাদকে কীভাবে প্রশ্ন করবেন এবং সমাধান পাবেন?? . আর নোট করে শুদ্ধভাবে কুরআন শিখতে পারবেন না। কারণ, কুরআন শেখা উচ্চারণের বিষয়। লেখা বিষয় দ্বারা এটা শেখা খুবই মুশকিল- প্রায় অসম্ভব। সরাসরি মুখ থেকে শুনে শিখতে হবে। . আপনার কাজের ব্যস্ততা বুঝতে পারছি। কিন্তু এরপরও ইচ্ছা করলে কিছুটা সময় বের করা অসম্ভব নয়। ধরুন, বিকেলে অফিস ছুটি হওয়ার পর মাগরিবের নামাজ পড়ে কিংবা ইশার নামাজ পড়ে হুজুরের কাছ থেকে শিখতে পারেন। (আমার এক পরিচিত সফটওয়্যার ইঞ্জিনিয়ার- সারাদিন কাজে ব্যস্ত থাকে। কিন্তু এরপরও সে কী করেছে, জানেন? কুরআন শিখেছে। এমনকি আরবি ভাষাও অনেকটা শিখে ফেলেছে! দিনদিন তার আগ্রহ বেড়েই চলেছে। এভাবে কয়েক বছর গেলে আগামীতে হয়তো সে আলেম হয়ে যাবে!!) আসলে ইচ্ছে থাকলে উপায় হয়। . এরপরও যদি আপনি সময় বের করতে না পারেন, তাহলে ইউটিউবের ভিডিও দেখেই শিখুন। আর কোনো জায়গায় আটকে গেলে বা কোনো হরফের উচ্চারণ না হলে নামাজের সময় ইমাম সাহেবকে জিজ্ঞেস করে নিয়েন। অথবা অন্তত শুক্রবারে ইমাম সাহেবের সঙ্গে বসতে পারেন এবং এই সপ্তাহে কী শিখলেন, কতটুকু উচ্চারণ হল- সেটা শোনাতে পারেন। উচ্চারণে সমস্যা থাকলে ইমাম সাহেবের কাছ থেকে ঠিক করে নিতে পারেন। মনে রাখবেন, কুরআন পড়ার প্রধান বিষয় হল উচ্চারণ সঠিক হওয়া। অন্যথায় কুরআনের বিকৃতি ঘটতে পারে। যা মারাত্মক গোনাহ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ