আমার পিসি থেকে আমার মেমোরিতে কিছু পাঠাতে পারছিনা। কিছু পাঠাতে চাইলে কিছুক্ষণ ক্যালকুলেটিং হয়, তারপর path not found/ usb not reconized দেখায় এবং মাই কম্পিউটারে আর Removeable disk (memory) পাওয়া যায়না। কি কর্ব ?
Share with your friends
RiadHasan

Call

ভালো এতটা মেমোরি ফরমেটার সফটওয়ার থেকে মেমোরিটা ফরমেট দিয়ে নিন যদি ফরমেট হয় তবে আশা করি আপনার সমস্যা সমাধান হবে।

Talk Doctor Online in Bissoy App
Call

ভাই আগে USB টা ভাল করে চেক করে নিন তারপর যদি USB টা ভালো থাকে তাহলে মেমোরি টা চেক করে নিন।যদি মেমোরি টা ভালো থাকে তাহলে কোন চিন্তা নেই।এবার ইন্টারনেট এর মাধ্যমে USB DRIVER নামক এই সফটওয়্যার টি(DOWNLOAD) করুন।এবং ইনস্টল করুন আপনার পিসিতে।তারপর কম্পিউটার একবার RESTART দিন।এবার USB তে মেমোরি লাগান এবং পিসিতে CONNECT দিন।এবার আর মেমোরি ছারবে না।আশা করি সমস্যা সমাধান হবে।

Talk Doctor Online in Bissoy App