আমার জন্ডিস এবং জ্বর কোনটাই নেই। তবে কৃমি আছে মনে হয়। কৃমির কারনে কি এমনটা হতে পারে?
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

হ্যাঁ, আপনার সমস্যাটা কৃমির কারনেই হতে পারে|যদি কৃমির ওষুধ না খেয়ে থাকেন তাহলে খেয়ে নিবেন|আপনি একটি "Almex" ট্যাব. চুষে খেয়ে নিবেন|এছাড়াও প্রতি চার মাস পর পর পরিবারের সকলকে কৃমিনাশক ওষুধ সেবন করা উচিত|

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ