আমি এই প্রথম সানস্ক্রীন কিনেছে।। ৪০ SFP আর এটা কতটুকু পরিমান মুখে লাগাবো, সাধারনত ম্যাক্স ফ্যারনেস বা চুনু যতটুকু নেই,, সেইভাবে কি মুখে ঘসে নিতে হবে। আর এটা কি হাত পায়েও নেয়া যাবে। আর এটা মুখে নেয়ার পর মুখ না ধুয়েই কি অন্য কোন ক্রিম যেমন ম্যাক্স ফায়ারনেস চুনু বা ক্রিম মুখে লাগানো যাবে কি।।আমার ত্বক কিন্তু হালকা তৈলাক্ত আমার গায়ের রং হালকা ফর্সা স্যমলা এগুলা কি মুখ ফর্সা করতে সহয়তা করবে।। সঠিক ans চাই প্লিজ।
Share with your friends

সানস্কীনের গায়ে ব্যবহারবিধি পড়ে দেখুন।

Talk Doctor Online in Bissoy App

সান্সক্রিম আপনি শুধুমাত্র রোদে বের হলে ব্যবহার করবেন সাধারণ ক্রিমের মতই। অন্যান্য ক্রিম ব্যবহার করার আগে সান্সক্রিম ধুয়ে নিবেন।

Talk Doctor Online in Bissoy App