মানুষ যতই শিখিবে ততই ভূলিবে।তা না হলে আপনি যদি একটি বই একবার পড়ে সারাজীবন মনে রাখতে চান তাহলে সেটা কখনোই সম্ভব নয়।তাই আপনার পড়া মনে না থাকা সমস্যার একমাত্র সমাধান হলো বই বারবার এবং বেশীবেশী পড়া তাহলে আপনার মনে থাকবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

কোন পড়া মস্তিষ্কে থাকতে চায় না কারণ মস্তিষ্কের অনেক কাজ। অনেক কিছুই তাকে মনে রাখতে হয়। সে জন্য আপনি কিছু কৌশল অবলম্বন করতে পারেন। যেমন:

১. যেটা পড়বেন সেটা মনোযোগ দিয়ে রিডিং পড়ুন  দু- একবার। প্রয়োজনে আরও বেশী করতে পারেন।

২. এবার ভাবুন লেখক/ কবি/ বক্তা এখানে কি বলতে চেয়েছেন। বই না দেখে সামারিটা বলার চেষ্টা করুন। এমনভাবে বলবেন যাতে আওয়াজটা আপনার কানে এসে পৌছায়। 

৩. এবার প্রশ্নটিকে তিনটি ভাগে ভাগ করুন। প্রথম অংশ থেকে কিছু কথা মুখস্থ করুন।  এরপর দ্বিতীয় অংশ থেকে কিছু কথা মুখস্থ করুন। এভাবে তৃতীয় অংশ থেকেও কিছু কথা মুখস্থ করুন।

৪. এরপর লেখতে বসে যান। লেখার আগে তিনভাগে ভাগ করা অংশগুলো একবার মনে করুন। এরপর লেখা শুরু করুন। আর সামারি তো আপনার জানাই আছে। ব্যাস হয়ে গেল।

৫.  ২ /১ মাস পর একটু ভাবার চেষ্টা করুন আপনি কি পড়েছিলেন। দেখবেন সবকিছুই আপনার মাথার মধ্যে আছে। এভাবে সব পড়াই কন্টিনিও করুন। সফলতা আসবেই। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ