নিচের কোন বাক্যটি সঠিক? ক)সকল বর্গই রম্বস খ)সকল রম্বসই বর্গ গ)সকল আয়তই বর্গ ঘ)সকল চতুর্ভৃই সামান্তরিক ব্যাখ্যা সহকারে উত্তর চাই?
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

সেইক্ষেত্রে সঠিক উত্তর হবে "ক" সকল বর্গই রম্বস  

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
HRsagor

Call

নিচের একটিও সটিক নয়। কারণ:

সামন্তরিকের বৈশিষ্ট্য :

(১)সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল।

(২) সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান।

(৩)সামান্তরিকের কর্ণ দুইটি তাদের ছেদবিন্দুতে  সমদ্বিখণ্ডিত করে।

(৪)সামান্তরিকের কর্ণগুলো সমান নয়।

বর্গের বৈশিষ্ট্য :

(১) বর্গের কর্ণদ্বয় পরস্পর সমান।

(২) বর্গের কোনগুলো সমকোন।

(৩) বর্গের দুটি সন্নিহিত বাহু সমান।

(৪) বর্গের সবগুলো কোন সমান।

(৫) বর্গের সব বাহুগুলো সমান।

রম্বসের বৈশিষ্ট্য :

(১) রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোনে সমদ্বিখণ্ডিত করে।

(২) রম্বসের দুটি সন্নিহিত বাহু সমান।

(৩) রম্বসের কর্ণগুলো সমান নয়।

আয়তের বৈশিষ্ট্য :

(১) আয়তের  কর্ণদ্বয় পরস্পর সমান।

(২) আয়তের একটি কোণ সমকোণ

(৩) আয়তের সবগুলো কোণ সমান।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ