farhanraj

farhanraj

0 Views
Rated 5 / 5 based on 0 reviews

farhanraj

  • Male | |

Chamber

Services

Work Experience

Skills

Language

Training

Education

প্রশ্ন-উত্তর সমূহ 20.72k বার দেখা হয়েছে | এই মাসে 20.72k বার
15 টি প্রশ্ন দেখা হয়েছে 11.17k বার
11 টি উত্তর দেখা হয়েছে 9.55k বার
0 টি ব্লগ | 1 টি মন্তব্য | 0 টি প্রিয়

Blogs

Recent Q&A

হঠাৎই বুক ধড়ফড় করে কেন?

আমি সকালে ঘুম থেকে উঠার পর আমার বুক ধড়ফড় করে, মোচড়ায়।রিলাক্সেশন ব্যায়াম কিংবা মেডিটেশন করলে চলে যায়।দিনে একটু অনেক বারই এ সমস্যাটির মুখোমুখি হতে হয়।বুকের এই অস্বস্তির জন্য কি করবো?   

0 likes | 2369 views

বিস্ময়ে ভিউয়ের ভিত্তিতে কিভাবে টাকা দেওয়া হয়?

0 likes | 2479 views

হাত চুলকালেই টাকা আসে এটা কতটুকু যুক্তিসংগত?

ডান হাত চুলকালেই টাকা আসে বাম হাত চুলকালেই টাকা চলে যায়। এই সম্পর্কে ইসলাম কি বলে? 

বিস্তারিত উত্তর দিলে খুশি হতাম।

1 likes | 2852 views

মেয়েদের ব্রনের কালো দাগ অল্প সময়ে কমানোর জন্য কোন মলম ব্যবহার করতে পারি?

মেয়েদের ব্রনের কালো দাগ অল্প সময়ে কমানোর জন্য কোন মলম ব্যবহার করতে পারি..??

0 likes | 2651 views

আমি কোনো ভাবেই যৌন উত্তেজনা ভিডিও দেখা থেকে বিরত থাকতে পারছি না 4,5 জোর করে না দেখে থাকতে পারলেও পরের দিন আবার দেখি আমি কী ভাবে এই নেশা থেকে বের হবো?

0 likes | 2658 views

আমি আমার বর্তমান প্রেমিকার বান্ধবীর প্রেমে পরেছি। আমার করণীয় কি?

আমার বর্তমান প্রেম ৩ বছর ৬ মাসের। ৬ মাস আগে আমার প্রেমিকার করা কিছু চিটিং আমার কাছে ধরা পরে। সে আমার সাথে রিলেশন থাকা অবস্থায় বেশ কিছু ছেলের সাথে ডেট করে। আমি তখন খুব বেশি ভেঙ্গে পরেছিলাম। তখন আমার প্রেমিকার এক বান্ধবী আমার পাশে দাঁড়িয়েছিল। আমাকে সান্তনা দিতো। মেন্টালি সাপোর্ট দিতো। এর পরে অবশ্য আমার প্রেমিকার সাথে আমার রিলেশন ঠিক হয়ে যায়। কিন্তু, তার বান্ধবীর জন্য আমার মনে একটা দুর্বলতা কাজ করতে শুরু করে। বিষয়টা এমন না যে তার বান্ধবী তার চেয়ে সুন্দরী। আমার প্রেমিকাই বেশি সুন্দরী। কিন্তু আমার এই সম্পর্কে মন টিকছে না। আমি বার বার তার সাথে কারণে অকারণে ব্রেকাপ করতে চাচ্ছি। আমি জানি এটা অন্যায়। আমার উচিৎ না তার বান্ধবীকে ভালবাসা। কিন্তু এটাই হচ্ছে আমার সাথে। এই ব্যপারটা নিয়ে আমি প্রচন্ডভাবে দুশ্চিন্তায় আছি। আমার কি করা উচিৎ?                                

0 likes | 2711 views

কোন কিছুই খেতে পারি না । ক্ষুদা পায় না । জোর করে খেতে চাইলে ভমি ভমি ভাব ,এমনি ভমি হয়েও যায়?

আমার নাম জিয়ান । বয়স ২০ বছর । ৩-৪ মাস আগে আমার খাবারে খুব অরুচি ছিলো ,তারপর আমি একজন হোমিও ডাক্তার এর কাছে গেলে উনি আমাকে রুচির ঔষধ হিসাবে ''ইউনিজাইম'' নামের ৩৫০মিলি; একটি সিরাপ দেন এবং সকালে ও রাতে ২ চামচ করে খাওয়ার জন্য বলেন । আমি ওনার কথা মতো সিরাপটা ১ সপ্তাহ খাওয়ার পর ভালোই উপকার পাচ্ছিলাম , খাবারে অনেক রুচি আসছিলো । এভাবেই খেতে থাকলাম । কিন্তু সমস্যা বাধলো ৩ তা সিরাপ খাওয়ার পর হঠাত এক জায়গায় বেড়াতে গেলে ১ সপ্তাহ সিরাপটি খাওয়া হইয়নি । তারপর থেকে আমি বুঝতে পারলাম আমার ক্ষুদা একেবারে নাই । এছাড়াও সারাদিন খুব ক্লান্ত লাগে । কোনকিছুই ভালো লাগে না ।শরীল শুধু শুধুই চুলকায় । সর্বদা ডিপ্রেসন এ থাকি । সম্প্রতি(২৩.১১.২০২০) একজন ভালো এমবিএস মেডিসিন বিসেসজ্ঞ ডাক্তারের সরাপর্ণ হলে উনি আমাকে ৬ টা টেস্ট দিয়েছিলেন টেস্ট গুলা সাথে সাথেই করিয়েছি । রিপোর্ট দেখে উনি বললো যে কোন সমস্যা নেই শুধু শরীলে রক্ত এক্টূ বেশি (Himoglobin 17.3) ।তা একসপ্তাহ পর আবার টেস্ট করলে 16.3 আসে ।  ওষুধ লিখে দিয়েছে খাচ্ছি কিন্তু তেমন উপকার পাচ্ছি নাহ । সকালে খেতেই পারি নাহ । আর অন্য বেলাতেও ক্ষুদা একেবারেই পায় না । বিদ্র;ULTRA Sonogram করানোর সময় যিনি করেন উনি বলছিলো যে আমার পেটে নাকি অনেক গ্যাস । 

ডাক্তার গ্যাসের ঔষুধও দিয়েছেন । কিন্তু কোন কাজই হচ্ছেনা । এদিকে না খেতে খেতে আমার ওজন আস্তে করে কমে যাচ্ছে । 

এখানকার উত্তরদাতাদের  কাছে  আমার উনুরুধ , দয়া করে ছোট ভাই হিসেবে আমাকে সাহায্য করেবেন । প্লিজ ,প্লিজ ,প্লিজ 



0 likes | 2501 views