Rudro

Call

মৌলের ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণি তে তার অবস্থান জানা যায়। আর পর্যায় সারণির বাম দিকের মৌল গুলা ধাতু আর ডান দিকের গুলা অধাতু। আর মাঝের গুলা অপধাতু। যেমন: সোডিয়াম(১১):(২,৮,১) । অর্থাৎ এর অবস্থান ৩ নং পর্যায়ের সর্ববামে। তাই এটি ধাতু।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

যে সকল মৌলের ইলেকট্রণ বিন্যাসে সর্বশেষ কক্ষপথে ১টি, ২টি, ৩টি ও ৪টি ইলেকট্রন থাকে সেসব মৌল ধাতু আর যদি শেষ কক্ষপথে ৫টি, ৬টি,৭টি ইলেকট্রন থাকে তবে সেগুলো অধাতু। যেমন সোডিয়াম(১১)=২,৮,১ এর শেষ কক্ষপথে ১টি ইলেকট্রন আছে বিধায় এটি ধাতু। আবার ক্লোরিন(১৭)=২,৮,৭ এর শেষ কক্ষপথে ৭টি ইলেকট্রন আছে বলে এটি অধাতু। * অর্থ্যাৎ যেসকল মৌল খুব সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে সেগুলো ধাতু আর যেসকল মৌল খুব সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারে সেগুলো অধাতু।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ