Call

দুটি মৌলের যৌগ গঠনের গাঠনিক চিত্র থেকে বুঝা যাবে যে কোনটি চবন্ধনজোড আর কোনটি মুক্তজোড। গাঠনিক চিত্রে মৌলের ইলেকট্রন বিন্যসের শেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন অন্য মৌলের সাথে মিলে বন্ধন গঠন করে সেটা হচ্ছে বন্ধনজোড ইলেকট্রন। আর যেগুলো অন্য মৌলের সাথে বিক্রিয়ায় অংশ নেয় না সেগুলো মুক্তজোড ইলেকট্রন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Jyotiray

Call

কোনো মোলের বন্ধনজোড় এর জন্য আপনাকে শেষ অরবিটাল আছে কিনা তা দেখতে হবে যদি শেষ অরবিটাল থাকে তাহলে ইলেকট্রন জোড়া বাধতে হবে এভাবেই মুক্ত জোড বাধা যায় আর গঠন থেকে মুখস্ত করলে অনেক ভালো আপনি হাজারীর ইন্টার মিডিয়েটেয রসায়ন বই দেখতে পারেন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ