যেমন 6 টা এ প্লাস এবং 4 টায় এ পাইছি।এবং বাকি দুইটায় এ-
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

সব সাবজেক্ট এ পাওয়া জিপিএ পয়েন্টগুলো যোগ করে ১২ দিয়ে ভাগ করলেই আপনি আপনার গ্রেড পয়েন্ট পেয়ে যাবে। বিঃদ্রএটা শুধু মাধ্যমিক এর জন্য।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Call

ধরুন আপনার পাওয়া প্রাপ্ত ৬টি (A+) বিষয়ে গ্রেডঃ বাংলা ১ম= 5.00 বাংলা ২য়= 5.50 English 1st= 5.00 English 2st =5.50 General maths= 5.00 ইসলাম শিক্ষা = 5.00 ৪টি (A) বিষয়ে- শারীরিক শিক্ষা = 4.00 জীব বিজ্ঞান = 4.00 পদার্থ বিজ্ঞান = 4.00 রসায়ন = 4.00 ২টি (A-) বিষয়ে- বাংলাদেশ বি.প.= 3.50 Higher math =3.50 এবার আপনি বিষয়গুলোতে প্রাপ্ত মোট পয়েন্ট হিসেব করলে পাবেন = 53। এবার আপনি এই প্রাপ্ত নাম্বার দিয়ে আপনার মোট বিষয় অর্থাৎ ১২ দিয়ে ভাগ করুন 53/12=4.42 । সুতরাং, আপনার গ্রেড পয়েন্ট GPA: 4.42 ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

প্রতিটা বিষয়ের প্রাপ্ত জিপিএ পয়েন্ট গুলা যোগ করুন এবং যোগফল থেকে ২ বাদ দিন, তারপরে মোট বিষয় থেকে ১টি কম নিয়ে ভাগ করুন।অথ্যাৎ আপনার যদি 11 টি বিষয়ে মোট জিপিএ 52 হয় তাহলে 50 কে 10 দিয়ে ভাগ দিন।এভাবে জিপিএ নিণয় হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনি কোনো ক্লাসের কথা উল্লেখ করেননি।শিশু থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত গ্রেড পয়েন্ট নির্ণয়ের পদ্ধতি : প্রতিটি বিষয়ের গ্রেড পয়েন্ট যোগ করে যতটি বিষয়ের গ্রেড পয়েন্ট যোগ করেছেন, তা দিয়ে ভাগ দিন। উদাহরণ, আপনি ৬টা বিষয়ের মধ্যে ৫টাতে এ প্লাস পেয়েছেন কিন্তু একটাতে এ।তাহলে গ্রেড পয়েন্ট হবে (5+5+5+5+5+4=29 তারপর 29/6=4.83)। আর আপনি যদি নবম-দশম শ্রেণি হন, একটা অপশোনাল সাব্জেক্টের জন্য মোট গ্রেড পয়েন্ট থেকে ২ বিয়োগ করে যতটি বিষয় তার থেকে এক কম ভাগ দিলেই বের হয়ে যাবে। উদাহরণ: আপনার ১০টি বিষয়ের মোট গ্রেড পয়েন্ট (5+5+5+5+4+3.5+4+4+5+4=44.5 তার পর 44.5-2=42.5 তারপর 42.5/9=4.72 । অর্থ্যাৎ আপনার জিপিএ ৪.৭২) আশা করি বুঝতে পেরেছেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ