Call

প্রত্যেকটি যৌগের পৃথক সংকেত থাকে।ধনাত্মক ও ঋনাত্মক আয়ন দ্বারা গঠিত যৌগের সংকেত লেখার সময় ধনাত্মক অংশ প্রথমে এবং ঋনাত্মক অংশ পরে লেখা হয়।দুটি নিরপেক্ষ পরমানুর মাধ্যমে যৌগ গঠনের সময় সাধারনত পর্যায় সারনির বামপাশের মৌলকে প্রথমে লেখা হয়।কোনো মৌলের যোজ্যতা,অন্য মৌলের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা প্রকাশ করে।একটি মৌলের যোজ্যতাকে অপর মৌলের সংখ্যা হিসেবে ধরে মৌলের পরমানু সংখ্যার অনুপাত থেকে সংকেত লেখা হয়। পর্যায় সারণির মৌল সমুহের প্রথমসংখ্যা সমুহকে অনুসরন করে যেমন, HYDROGEN=H,HELIUM=He এভাবে বুঝতে হবে।তবে কিছু মৌল আছে যাদের প্রথম সংখ্যা অনুসরন করে বোঝা যায় না যেমন,SODIUM=NA,POTASSIUM=K এক্ষেত্রে মুখস্ত করে নিতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ