শেয়ার করুন বন্ধুর সাথে
Call

ঠোঁট, চোখ এর যত্ন নেওয়া ফেইস এর মত অনেক গুরুত্বপূর্ন। আপনার ঠোঁট যদি সুন্দর হয় তাহলে আপনাকে আরও বেশি সুন্দর দেখাবে। কেন আপনি আপনার ঠোঁটের যত্ন নিবেন কারন শরীরের অন্ন অঙ্গ পতঙ্গের মত ঠোঁট অনেক গুরুত্বপূর্ন। আপনি যদি একটু খেয়াল রাখেন আপনি আপনার ঠোঁটের যত্ন নিতে পারেন। লিপস্টিক, গ্লস, লিপ-লাইনার, যদি ঠিকমতো ব্যাবহার করা যায় তাহলে আপনার ঠোঁট আরও উজ্জ্বল দেখাবে। হাত পায়ের পাশাপাশি আমাদের ঠোঁট এর প্রতি যত্নশীল হতে হবে। ঠোঁট অনেক গুরতপুরন জায়গা আমাদের কোনও কিছু ব্যাবহার করতে হলে একটু যত্নসহকারে করতে হবে যাতে কোনও সমস্যা না হয়। যদি যত্নসহকারে না করা হয় তাহলে ঠোঁট এর উপর দাগ পরতে পারে কারন ঠোঁট এর চামড়া অনেক নরম। এইভাবে যদি না নেওয়া হয় তাহলে ঠোঁট দেখতে খারাপ দেখা যাবে আবার অনেক সময় ইনফেকশন হয়ে যেতে পারে। এইখানে কিছু প্রয়োজনীয় টিপস দেওয়া হল যাতে করে আপনার ঠোঁট ভাল ও সুন্দর দেখায়। ঘুমাতে যাওয়ার আগে আপনি অবশ্যই আপনার ঠোঁট তুলা দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিবেন তারপর পরিষ্কার করার জন্য পানি অথবা ক্রিম ব্যাবহার করতে পারেন। প্রতিদিন কিছু তেল দিয়ে আপনি আপনার ঠোঁট ৫/১০ মিনিট মাসায করতে পারেন। এটা আপনার ব্লাড চলাচল করতে সাহায্য করবে এবং ঠোঁট দেখতে সুন্দর দেখাবে। যদি সম্বভ হয় তাহলে রাতে মাসায করতে পারেন কারন এটা পরদিন পর্যন্ত আপনার ঠোঁটকে অনেক কোমল দেখাবে। সব সময় আপনার ব্যাগে ভিটামিন এ এবং ভিটামিন ই ক্রিম ব্যাগে রাখতে পারেন। যখন আপনার ঠোঁট শুষ্ক হয়ে যাবে তখন তুলোর মধ্যে একটু ক্রিম নিয়ে সেটা ব্যাবহার করতে পারেন। ৫ মিনিট পর আপনি ঠোঁট ধুয়ে ফেলতে পারেন। সব সময় ভালমানের লিপস্টিক আপনার সাথে রাখতে পারেন। লিপস্টিক আপনার ঠোঁটকে সব সময় সূর্য, বাতাস, ধুলাময়লা থেকে রক্ষ্যা করতে পারবে। আপনি যদি সারাদিন অনেক পরিমানে জুস খান তাহলে এটা যেমন আপনার শরীরের জন্য ভাল তেমনি আপনার ঠোঁট অনেক কোমল দেখাবে। তাছাড়া হালকা ডায়েট আপনার ঠোঁটকে অনেক সতেজ দেখাবে। আপনি অবশ্যই আপনার ডায়েট ভিটামিন যুক্ত খাবার রাখতে হবে যেমন ভিটামিন এ, বি, এবং সি সাথে সবুজ শাকসবজি ও ফলমূল। সব সময় লিপস্টিক দেওয়ার আগে লিপ বাল্ম ব্যাবহার করতে হবে। এটা আপনার লিপস্টিক কে অনেক সময় ধরে রাখতে সাহায্য করবে যাতে আপনার ঠোঁটের সুন্দর দেখায়। ধূমপান থেকে বিরত থাকতে হবে যদি ঠোঁট সুন্দর রাখতে চান। আপনার ঠোঁট যদি গোলাপি রাখতে চান তাহলে এইগুলো মেনে চলতে হবে। এইগুলো সব কিছু নির্ভর করে আপনার উপর আপনি যদি একটু নিয়ম মেনে চলেন তাহলেই হবে। এটা কোনও গুরুত্বপূর্ন বিষয় নয় যে আপনার ঠোঁট মোটা বা চিকন আপনি একটু যত্ন নিলেই আপনার ঠোঁট অনেক সুন্দর দেখাবে। এর ফলে আপনার হাসি অন্ন সবার চেয়ে অনেক সুন্দর দেখাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ