শেয়ার করুন বন্ধুর সাথে
Sanjoyrand1

Call

স্কাল এক্স-রে ঃ এর মাধ্যমে মস্তিষ্কের অভ্যন্তরের চাপ বেড়ে গেছে কিনা অথবা মাথার স্কাল বা খুলিতে কোন আঘাত আছে কিনা তা বোঝা যায়। ২. ব্রেইন সি.টি. স্ক্যানঃ এর মাধ্যমে ক্ষত স্থানের অবস্থান, আকার, আকৃতি, সংখ্যা ইত্যাদি বোঝা যায়। ৩. এম.আর.আই ঃএই পরীক্ষার মাধ্যমে আরও সূক্ষ্মভাবে টিউমারের আকার,আকৃতি,সংখ্যা প্রভৃতি বোঝা যায়। ৪. ই.ই.জি. এক্সামিনেশনঃ এর মাধ্যমে মস্তিষ্কের ভেতরে কোন টিউমারটি দ্রুত বর্ধনশীল তা জানা যায়। ৫. বায়কেমিক্যাল ডিটারমিনেশনঃ যাদের শ্লেষ্মা জনিত টিউমার তাদের ক্ষেত্রে রক্তের বায়কেমিক্যাল এক্সামিনেশন করা যেতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ