Share with your friends
Ireen

Call

১। আপনার প্রফাইলে যে নাম প্রদর্শন করবেন সেটা অবশ্যই দিবেন যেমনঃ মোজ্জামেল হক ২। প্রফাইলে অবশ্যই একট নিজের ছবি portrait এ যোগ করে দিবেন ২। আপনার প্রফাইলে title টি অবশ্যই খালি রাখবেন না এবং অবশ্যই একটি প্রফেশনাল title যোগ করে দিন যেমনঃ Graphic designer & online marketing expert ৩। Objective ফিল্ডটি কয়েক লাইন আপনার প্রফেশন সম্পর্কে লিখুন এবং এতে আপনার আত্ববিশ্বাস এবং স্কীল ফুটিটে তুলুন যেমনঃ আপনি কত বছর থেকে এই কাজ করছেন ? আরোও কি কি কাজে আপনি অভিজ্ঞ, আপনি কত রেট এ কাজ দিতে পারেন ইত্যাদি ৪।Hourly rate টা অবশ্যই পুরন করবেন তবে প্রথমেই খুব বেশি দেবেন না ৩ ডলার থেকে শুরু করতে পারেন ৫। English level খালি রাখবেন না ৬। আপনার কোন কোন কাজে Skills আছে তা যোগ করে দিন। বেশি করে যোগ করার চেষ্টা করুন ৭। Employer History তে আর আগে যেকোন কাজ করে থাকলে যোগ করে দিন সেটা যত ছোট হোক বড় হোক... এটা খালি রাখবেন না ৮। Education ফিল্ড আপনি যেখানেই পড়ুন না কেন যোগ করে দিন.... অনেকেই খালি রাখেন যেটা আপনি করবেন না এমনকি ক্লাস ফাইভে পড়লেও ৯। Portfolio Project এটি খুবই গুরত্ব পুর্ন আপনার কোন কাজ করা থাকলে এর একটি স্যাম্পল হিসেবে যোগ করতে পারনে যেখানে স্ক্রিনশট বা ডকুমেন্ট আপলোড করে দিতে পারবেন.... এটিও খালি রাখবেন না যত ছোট কাজ হোক বা বড় কাজ হোক যোগ করে দিন এই প্রশ্ন অনেকেই করেন, দেখলাম ত। আপনি যদি ভালো ভাবে পড়ে দেখেন, তাহলেই বুঝবেন কোনটার পর কোনটা করতে হবে। সাধারণত এইগুলা কমপ্লিট করলেই ১০০% প্রোফাইল কমপ্লিট হয়ঃ • ছবি যুক্ত করতে হবে • আগে কোথায় কাজ করসেন, সেই ডাটা পূরণ করতে হবে • ঠিকানা দিতে হবে • আপনার বিষয় মানে যেই কাজে দক্ষ, সেইগুলা দিতে হবে • রেডিনেস টেস্টে পাশ করতে হবে • রেডিনেস টেস্ট ছাড়া আপনার বিষয় এর আরেকটা টেস্ট দিতে হবে, এবং পাশ করতে হবে • আইডেন্টিটি ভেরিফাই করতে হবে • পোর্টফলিও যোগ করতে হবে আর কিছু আছে কিনা সেইটা এখন মাথায় নাই, যদি থাকে জানাবেন।

Talk Doctor Online in Bissoy App