Call

কিছু ঘরোয়া উপায় আছে চুলের অকাল- চুল পাকা রোধের জন্য। যেমন - • এতদিন তো জানতেন ঝিঙা তরকারি রেঁধে খেতে হয় আজ জেনে নিন ঝিঙা নারকেল তেলের সাথে ফুটিয়ে চুলে লাগালে আপনার পাকা চুল রোধ হবে। • প্রতিদিন রাতে আমলকীর রস, বাদামের তেল আর কয়েক ফোটা লেবুর রস চুলে মাস্যাজ করুন, অকালে চুল পাকা থেকে রেহাই পাবেন। • আদা গ্রেট করে মধুর সাথে মিশিয়ে প্রত্যেকদিন ১ চা চামচ করে খান। • চায়ের ঘন লিকার চুলে লাগালে চুল তার রঙ হারায় না। • কারি পাতা নারকেল তেলের সাথে মিশিয়ে ফুটিয়ে নিন তারপর ঠাণ্ডা করে চুলে লাগান। অকালে চুল পাকার অনেক কারণ আছে। জেনেটিকাল প্রবলেম তার মধ্যে অন্যতম। বংশগত কারণে তাড়াতাড়ি চুল পাকলে সেক্ষেত্রে আসলে করার তেমন কিছু থাকেনা। তাই আগে থেকেই চেষ্টা করুন উপরোক্ত পদ্ধতি গুলো মেনে চলতে। আর যদি পেকে গিয়েই থাকে তাহলে হেয়ার কালার অথবা মেহেদি পাতা ছাড়া উপায় নেই। তবে আপনি যদি কালো ছাড়া অন্য কোন কালার করতে চান তবে আমি পরামর্শ দিব অবশ্যই নিজের গায়ের রঙের সাথে মানানসই করে করবেন। তাহলে আগের সাদা চুলের দুঃখ ভুলে আপনার মুখে হাসি ফুটবেই আর আপনি হয়ে উঠবেন আরও আত্মবিশ্বাসী ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আসলে চুল পাকা কোন বয়স অনুসারে হয় না। যেকোন বয়সের যেকোন লোকের চুল পাকতে পারে।তবে যারা একটু টেনশন বেশি করে তাদের সাধারনত চুল বেশি পাকে। এখন চুল পাকা বন্ধ করতে আপনি নিমের পাতা ভালভাবে বেটে চুলে লাগিয়ে রাখবেন।লেবুর রসও মাখতে পারেন। এতে মাথা ঠান্ডা ও চুলগুলো কাল হবে। তাছাডা যদি কোনভাবেই চুল পাকা এডাতে না পারেন তাহলে হেয়ার কালার ব্যবহার করতে পারেন। নীমের পাতায় ও লেবুতে আশাকরি চুল পাকা বন্ধ হয়ে যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ