অামার বয়স ১৮,অামি একটা চাকরি করি,, অামি এখন বিয়ে করতেচাই,কিন্তু অাইন অনুৃযায়ি বিয়ে করতে পারবো না,,,,অামার gf এর বয়স ১৭..অামারা এখন নিজেরাই বিয়ে করতে চাই কোন ইমাম/মোল্লাকে দিয়ে,এটা করলে কি বিয়ে হবে,,,, অার কিভাবে করতে হবে,,একটু বুঝিয়ে বলেন???
Share with your friends

বাংলাদেশের আইন অনুযায়ী বিয়ের বয়স ছেলে 21ও মেয়ে 18 তাই বর্তমানে আপনারা বিয়ে করলে সেটা সম্পুর্ন বেআইনি হবে তবে ধর্মিয় হিসাব অনুযায়ী আপনারা  বিয়ে করতে পারবেন কিন্তু প্রচলিত আইনে এই বিয়ে অবৈধ, আর বিয়ে পড়ানোর জন্য একমাত্র অনুমোদিত ব্যাক্তি হচ্ছে কাজী সাহেব, কোন মোল্লা/ইমাম দ্বারা বিয়ে পড়ানো বৈধ নয়। আপনি যদিওবা কোন কাজীকে রাজি করিয়ে বিয়ের করতে পারেন কিন্তু ভবিষ্যতে কেউ যদি উক্ত বিয়ের বিষয়ে থানায় অভিযোগ করলে পাত্র, পাত্রী, কাজী, স্বাক্ষি সহ সংশ্লিষ্ট ব্যাক্তিরা বাল্য বিবাহ আইনে দোষি সাব্যস্ত হবে। তাছাড়া ধর্ম মতে আপনি দেশের প্রচলিত বৈধ আইন মানতে বাধ্য তাই এখন আইনের বাইরে গিয়ে বিয়ে করলে সেটা ইসলামেও গ্রহনযোগ্য হবে না। তাই বিয়ে নামক পবিত্র জিনিসটা যদি যথাযথভাবে করতে চান তাহলে উপযুক্ত বয়স হওয়া পর্যন্ত ধৈর্য ধারন করাটাই উত্তম।

Talk Doctor Online in Bissoy App