আপনি পারলে মুসলিম হয়ে যান । অন্যথায় দ্বিতিয় মেয়েকে সবকিছু বুঝিয়ে বলে তাকে তালাক দিন।এবং পাত্রের ব্যবস্থা করে দিন যাতে তার মনে কোন দুঃখ না থাকে। আপনার ঠিকানাটা জানা থাকলে ভালো হতো তাহলে সরাসরি সাহায্য করতে পারতাম

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Unknown

Call

আপনি যেটা করছেন এটা অন্যায় ।


কাজেই তালাক দিন । 


মিশ্র বিবাহের নিয়ম কোন ধর্মেই নেই ।  


কারণ এতে সন্তানের ধর্ম নির্ধারণে সমস্যার সৃষ্টি হবে । 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আমার জানামতে কোন ব্যাক্তি হিন্দু থাকা অবস্থায় কোন মুসলিম মেয়েকে বিবাহ করিতে পারেনা । ইসলামিক নিয়মে এটা বৈধ নয় এটা অবৈধ সম্পর্ক বলে চিহ্নিত হবে । কারণ এমনটা হলে সন্তানের ধর্ম নিয়ে সমস্যার সৃষ্টি হবে । যেমন:- যখন আপনার সন্তানকে স্কুলে ভর্তি করাবেন তখন ধর্ম উল্লেখ করতে হবে । এবং সে অনুযায়ী আপনার সন্তানকে বই বিতরণ ও শিক্ষাদান করা হবে । সাধারণত পিতামাতার ধর্মই সন্তানের ধর্ম হয়, তাই পিতামাতা-হিন্দু মুসলিম দুই ধর্মের হলে সন্তানের ধর্ম মিশ্র হবেনা কারণ কোন ধর্মই মিশ্র হবেনা এবং হয়না । সেক্ষেত্রে সে হবে নাস্তিক(অবিশ্বাসী) এটাই হওয়ার সম্ভাবনা ৯০% । এক সময় সে দুই ধর্মকেই গালিগালাজ করবে । এক্ষেত্রে আপনাকেই মুসলিম হতে হবে । কোন মুসলিম ব্যাক্তি তার ধর্ম ব্যাতিত অন্য ধর্ম গ্রহন করেনা । যেহেতু এরকম মিশ্র বিবাহ বৈধ নয় সেহেতু আপনাদের সম্পর্ক অবৈধ এবং ব্যাভিচারের পাপ হবে । এবং কোন মুসলিম অন্য ধর্মের ব্যাক্তিদের সাথে আত্মীয়তার সম্পর্ক করতে পারেনা । হাদিসে আছে যদি কেউ ভিন্ন ধর্মের সাথে তার সম্পর্ক রাখে তাহলে তার সাথে তার হাশর(শেষ বিচার) হবে । অর্থাৎ সেও বিধর্মীদের কাতারে সামিল হয়ে যাবে । তাই এটা ঠিক না । আর তাই আপনি সুখে সামাজিক মর্যাদায় থাকতে পারবেন না । --ধন্যবাদ

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ