Call

বর্তমান যুগ হচ্ছে তথ্যপ্রযুক্তির যুগ। সারা বিশ্বে যেমন তথ্যপ্রযুক্তির জয়-জয়কার। তেমনি 'ডিজিটাল বাংলাদেশ' ঘোষনার সুবাদে আমাদের দেশেও এর ছোঁয়া লেগেছে। তাই বর্তমানে তথ্যপ্রযুক্তি রিলেটেড ব্যাবসা বা আই.টি. ব্যাবসার প্রসার বেশ ভাল।

তবে আপনার কথা শুনে মনে হচ্ছে, আপনি নিজে আই.টি. রিলেটেড পারসন নন। আপনি আই.টি. রিলেটেড পারসন না হলে আপনার জন্য প্রথম দিকে বেশ সমস্যায় পড়তে হতে পারে। তবে যে এই লাইনে ব্যাবসা করতে পারবেন না, তা নয়। আপনি ভাল ব্যাবসায়ী হলে অবশ্যই আই.টি. তে ব্যাবসা করতে পারবেন। 

আই.টি ব্যাবসার ব্যাপারে সংক্ষেপের মধ্যে একটি ধারনা দেয়া আছে নিচের লিংকে, যা আপনার অনেক প্রশ্নের উত্তর দিবে। আপনি এটি পড়ুন। কোথাও কোন সমস্যা হলে বা আরো কিছু জানার প্রয়োজন হলে মন্তব্য করবেন।

http://www.amarprotiva.com/index.php/welcome/post_full_details/V04UR9WnX6sKqKwP2pBLBSScet1uKzjNL0hICMLmdfU

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

বিস্তারিত না করে সুংখেপে বলি- 

আইটি ফার্মে আপনি অনেক কিছুই করতে পারবেন, যেমন- 

১- সফটওয়ার মেকিং

২- সফটওয়ার সলুউশন

৩- সফটওয়ার ডেভেলপিং

৪- ওয়েভ সাইট

৫- বিভিন্ন প্রকার ERP

৬- ডাটাবেজ মেনেজমেন্ট

৭- সিসি ক্যামেরাও এখন আইটি দেয়

৮- টাইম এটেন্ডেন্স মেশিন + সফটওয়ার

ইত্যাদি এমন প্রচুর কাজ আপনি আপনার প্রতিস্টানে করাতে পারেন, প্রচুর আইটি ফার্ম আছে তাদের কাছ থেকে সাবকন্ট্রাকে কাজ নিয়েও করাতে পারেন।


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ