Call

হিসাবটা একটু ঘুরিয়ে করুন ১০ টাকা হারিয়ে গেলে আপনার কাছে আছে ৫টাকা এর মধ্য থেকে পান কিনেছেন ৩ টাকার বাকি থাকে ২ টাকা এবার আসুন যার থেকে ১০টাকা নিয়েছেন তাকে দিবেন ১ টাকা এবং ৫ টাকা যার থেকে নিয়েছেন তাকে দিবেন ১ টাকা। তাহলে ৯+৪ =১৩ টাকা ধার করেছেন।আপনি যে তিন টাকার পান কিনেছেন তা এই ১৩ টাকার অন্তর্ভুক্তি। আর যদি ১৫ টাকা ধার করেছেন সেই হিসাব করেন তাহলে এই ১৩টাকার সাথে উক্ত ২টাকা যোগ করে দিন তাহলেই ১৫টাকা মিলে যাবে। এখানে কোন ১৬ টাকার হিসাব হবে না

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনি ৩ টাকা দুইবার গুনছেন কেন? আপনি ধার নিছেন দুইজনের কাছ থেকে ১০+৫=১৫ টাকা।এবং পরিশেদ করেছেন ১টাকা করে।তাহলে আপনার কাছে তারা পাবে ১৪+৪=১৩ টাকা পরিশেদ করেছেন ১+১=২ টাকা।মোট ১৩+২=১৫ টাকা।আর যে ৩ টাকা দিয়ে পান কিনলেন তা তো ঐ ৪ টাকার মধ্যে।আসা করি বুঝতে পেরেছেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ