আমি দেখি যে আমার বন্ধুরা একজনের নিকট হতে wifi নেটওয়ার্ক কানেক্ট নেয়। যার কিস্তি তারা মাসে মাসে প্রদান করে। তো আমার প্রশ্ন হলো আমি কিভাবে নিজে wifi নেটওয়ার্ক খুলবো। বা আমি নিজের বাড়ির জন্য শুধুমাত্র 2 থেকে 3 জন নেটওয়ার্ক চালাবো। তো আমাকে কি কোনো যন্ত্র বসাতে হবে বা কোনো যন্ত্র কেনা লাগবে। বুঝতে চেষ্টা করুন নিজের বাড়িতে নিজের সব কিছু আমার পরিবারের কয়েকজনেরের জন্য। আশা করি যে পারেন পুরো নিয়মটি বলার চেষ্টা করবেন। কি করবো, কিভাবে, কত টাকা লাগবে, কষ্ট হলেও। ধন্যবাদ
Share with your friends

বড় একটা কম্পিউটার স্টোরেজে যান,,তার পর প্রথমে অাপনি একটা ওয়াইফাই রাওটার কিনুন.....দাম নিতে পারে 1000 থেকে 1500 টাকা ৷ তারপর বাসায় এসে ওয়াইফাই অন করে পাসওয়াট কানেক্ট করুন...ব্যস হয়ে গেল ৷৷এখন অাপনি এই পাসওয়াট যাকে দিবেন সে অাপনার ওয়াইফাই রাউটারের কাছে এসে নেট ব্যবহার করতে পারবে ৷৷ অার 10 মিটারের অধিক হলে কানেকশান হবে না ৷৷

Talk Doctor Online in Bissoy App

আপনি প্রথমে ব্রডব্যান্ড ইন্টারনেট লাইন নেন। যার দাম ৫০০-৮০০ টাকা (স্পিড ১ এমবিপিএস)। তারপর একটি Wifi রাউটার কিনেন। ১২০০ টাকায় আপনি একটি ভাল রাউটার পাবেন। তারপর ব্রডব্যান্ড কম্পানিকে বলুন Wifi রাউটারে কানেক্ট করে দিতে। তাহলেই আপনি Wifi চালাতে পারবেন। রাউটার দিয়ে কমপক্ষে ৫/৭ জন ভালভাবে নেট চালাতে পারবেন।

Talk Doctor Online in Bissoy App