MBUJ

Call

৭টি সৃজনশীল ২ ঘন্টা ৩০ মিনিটে লেখা সম্ভব|এজন্য প্রতিটি সৃজনশীল লিখতে ২০-২২ মিনিট সময় দিতে হবে|এজন্য বাসায় ঘড়ি দেখে লিখে নিজেকে প্রস্তুত করবেন|

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

ভাইয়া ৭টি সৃজনশীল লিখা সত্যিই কষ্টসাধ্য,কিন্তু অসম্ভব নয়।আমাদের সমস্যা হল আমরা ১ম দিকের সৃজনশীলগুলো বেশি বড় করে লিখি আর পরেরগুলি লিখতেই সময় পায়না। এর জন্য সমাধান হল ১ম,২য়,৩য় সৃজনশীল বেশি বড় না লিখে পরিমিত সাইজে লিখুন যাতে পরের গুলো ঐ সাইজে লিখতে পারেন।একটা জিনিস মাথায় রাখবেন সব সৃজনশীল প্রায় সমান করে না লিখলে আকারে ছোটগুলোতে নম্বর কমে যায়।তাই সৃজনশীল লেখার পরিমিত সাইজঃ ক ও খ এক পৃষ্ঠার মধ্যে,গ দেড় পৃষ্ঠার মধ্যে,ঘ দেড় থেকে দুই পৃষ্ঠার মধ্যে লিখার চেষ্টা করবেন।আর হাতের লিখা চালু করতে বাসায় সৃজনশীল দ্রুত লিখা practice করবেন।কোন ভুল হলে আমি দুঃখিত।ধন্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ