Call

সাধারনভাবে মহাশূন্যকে খালি বা শূন্য কোনো স্থান মনে করা হয় । মূলত এই জন্যেই একে মহাশূন্য বলা হয় । কিন্তু এক গবেষনার পর যুক্তরাষ্টের পদার্থবিজ্ঞানীরা দাবি করেছেন,মহাশূন্য আসলে শূন্য নয় । গবেষকরা একেবারেই শূন্য একটি স্থান (ভ্যাকুয়াম) থেকে আলো উৎপাদন করতে সক্ষম হন । এর মানে হচ্ছে সেখানে আলোর ক্ষুদ্র উপকরনগুলোর অস্থিত্ব রয়েছে ।অর্থাৎ মহাশূন্য একেবারেই খালি নয় । সুইডেনের বিজ্ঞানী ক্রিস উইলসন জানিয়েছেন,ডিনামিক্যাল ক্যাসিমির ইফেক্টর মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে একটি ভ্যাকুয়াম থেকে আলো উৎপাদন করেন । এর অর্থ হচ্ছে,ওই ভ্যাকুয়াম অর্থাৎ শূন্য স্থানে আলোর মৈালিক কনার (ফোটন) এর অস্থিত্ব ছিল । আর তা না হলে সেখান থেকে আলো উৎপাদন কখনোই সম্ভব হতো না । এতে প্রমাণিত হয়েছে যে,শূন্য বা মহাশূন্য পুরোপুরি খালি নয়। অর্খ্যৎ একেবারেই খালি প্রকৃতিতে এমন কোনো স্থান নেই । সূত্রঃনেট

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ