Call

সৃজনশীল প্রশ্ন যেভাব লিখলে ভালো নাম্বার পাবেন । সৃজনশীল প্রশ্নের নম্বর চিন্তন দক্ষতার উপর ভিত্তি করে নাম্বার বন্টন করা হয় । তাই এই দক্ষতা উপর সৃজনশীল লিখতে হবে । প্রশ্ন 'ক' এর নম্বর জ্ঞান দক্ষতার উপর বন্টন করা হবে । জ্ঞান দক্ষতাঃ কোনো ঘটনা, তথ্য, নীতিমালা, পদ্ধতি, প্রকারভেদ ইত্যাদি স্মরণ করে বা মুখস্থ করে লিখতে পারার দক্ষতাকে জ্ঞান স্তরের দক্ষতা বলে । 'খ'এর প্রশ্নের উত্তর নম্বর অনুধাবন দক্ষতার উপর বন্টন করা হবে ।অনুধাবন দক্ষতাঃ কোনো অনুচ্ছেদ, কবিতা, প্রবন্ধ, লেখাচিত্র ইত্যাদি বুঝতে পারা, এক ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ করা, কোনো কিছু একটা নিয়মে সাজানো, নিয়ম ও বিধি, তথ্য, নীতিমালা, পদ্ধতি ইত্যাদি পাঠ্যবই থেকে হুবহু বুঝে নিঝের ভাষায় উত্তর করাকে অনুধাবন দক্ষতা বলে । গ এর প্রশ্ন প্রয়োগ দক্ষতার উপর নম্বর বন্টন করা হবে । এটি হলো অর্জিত জ্ঞান অনুধাবন নতুন ক্ষেত্রে প্রয়োগ করার দক্ষতা । ঘ এর প্রশ্ন উচ্চতর দক্ষতার উপর নম্বর বন্টন করা হবে । উচ্চতর দক্ষতাঃ কোনো বিষয়বস্তু বিশ্লেষণ, সংশ্লেষণ ও মূল্যায়ন করার দক্ষতাকে হলো উচ্চতর দক্ষতা ।

Talk Doctor Online in Bissoy App