একটা পাত্রে কিছুটা চিনি, লেবুর রস ও নারিকেল তেল নিন। পুরোটা মিক্স করুন। তারপর ঐ দ্রবণ হাতের দুই আঙ্গুলে নিয়ে ঠোঁটে ম্যাসাজ করতে থাকুন। এভাবে ৪-৫ মিনিট করুন। প্রতিদিন ১ বার করে, সাত দিন করলে, অনেকটা দাগ কেটে যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনি কলার খোসা দিয়ে আপনা ঠোঁট টি ঘষতে পারেন।কয়েকদিন কলার খোসা দিয়ে ঘষার ফলে কালো দাগ উঠে যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

বেটনোভেট সি এল এটি একটি মলম কিনতে হয় তো 80 থেকে 90 টাকা নিবে সমস্ত ডিস্পেন্সারিতে পাওয়া যাবে এটি রাত্রে ঘুমানোর সময় হালকা একটু ঠোঁটে লাগিয়ে ভালোমতো সমস্ত ঠোঁটে লাগিয়ে দিয়ে ঘুমাবেন এভাবে করে তিন থেকে চার দিনের মধ্যেই আপনার ঠোঁট টকটকে লাল হয়ে যাবে

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Call

সিগারেটের আগুনের তাপের ফলে ঠোটের কোষগুলো মরে গিয়ে কালো হয়ে যায়.আপনি যখন দাত ব্রাশ করবেন তখন ঐ ব্রাশ দিয়ে ঠোটের উপর ঘুষুন.কিন্তু ব্রাশের চোচ যেন শক্ত না হয়.এতে করে ঠোটের মরে যাওয়া কোষ উঠে গিয়ে নতুন কোষ সৃষ্টি হবে.ফলে আপনার ঠোটে নতুন করে লালচে অথবা গোলাপী আভা তৈরি হবে.

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনি গোসলের আগে কোলগেট পেস্ট ঠোটে লাগিয়ে রাখবেন। এর পর আনুমানি 30 মিনিট পর একটু ঘষা দিয়ে গোসল করবেন। এভাবে আনুমানিক 1 মাস করে দেখবেন পরিবর্তন হবে আশা করা হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ