একটু পরামর্শ দিলে অনেক উপকৃত হতাম।
শেয়ার করুন বন্ধুর সাথে
HMMOBAROKBD

Call

আল্লাহর নবীর সমস্ত আমল (কথা,কাজ,সম্মতি) সব সুন্নাত৷ আর এসমস্ত সুন্নাতই হাদিস৷ হাদিসের আলোকে আমলি জিন্দেগী গড়া মানে হলো-সুন্নতী জীবন গড়া৷  আর এরজন্য আপনার সমস্ত হাদিস একসাথে  জানা প্রয়োজন নেই৷ বরং জীবনে যে কাজটি আপনি করতে যাচ্ছেন তা যাচাই-বাছাই করুন,সুন্নাত মতো হচ্ছে কি না? যখন যা করেন,সকালে ঘুম থেকে উঠা থেকে রাতে ঘুমানো পর্যন্ত৷ ব্যাবসা থেকে রাজনীতি সব ক্ষেত্রে৷  জানার কৌশল-আপনি যদি কোরান-হাদিস বুঝেন তবে আপনি তা খুলে দেখুন৷  অথবা,যদি এটা না পরেন তবে কেন হক্কানি বিশ্বস্ত আলেমের কাছে যান৷  কোন ভিডিওর উপর পুরোপুরি নির্ভরশীল হবেন না,যতক্ষণ না আপনি বক্তা ও তার বক্তৃতার পুরোটা না জানবেন৷  এভাবে আস্তে আস্তে আপনি একটা সুন্দর ও সুন্নতী জিবন গড়তে পারেন৷  হাদিসের ভাষ্য-বান্দা একটা ভাল কাজ করলে আল্লাহ আর একটা ভাল কাজ করার তাওফিক দেয়৷                         

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ