আমিওতো জব করছি এবং আমি কর্মজীবি মায়েদের ও তাদের সন্তানদের সমস্যাগুলো দেখি প্রতিনিয়ত। সংসারে অন্যান্য সমস্যা আমি কাউন্ট করি না তবে ইনশাআল্লাহ সব ঠিকঠাক থাকলে সন্তান হলে অবশ্যই আমি কেবল একজন ভালো মা হবার চেষ্ঠা করব এবং স্বামীর আয়েই সন্তুষ্ঠ থাকবো। আমি যদি সন্তানকে আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলতে না পারি তবে আমার সার্টিফিকেট, পদবি, সম্মান, অর্থ সবই মূল্যহীন, নয় কি? তবে যদি আপনি আপনার শাশুড়ি বা মায়ের কাছে সন্তান পালন করিয়ে সন্তুষ্ঠ থাকেন তবে দেখুন সমস্যাটা কোথায় হচ্ছে। সমস্যাটা বের হলে সমাধানও পেয়ে যাবেন তবে যদি জবের চেয়ে সংসারটা ইম্পটেন্ট বেশি হয় এটার প্রাধান্য বেশি পাওয়া উচিত আর চাকরিতো কতই পাওয়া যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

দুটোই আলাদা জিনিস, যদি ও ইম্পরট্যান্ট। সংসার মানিয়ে চলাটা একটি পরিবার বা সমাজের ক্ষেত্রে অপরিহার্য, হতে পারে সেখানে নিজের কিছু স্বার্থ বিসর্জন দিয়ে ও। জব সাধারণত দুটো কারণে মানুষ করে, ১. আর্থিক ২. নিজের সন্তুষ্টি। আর এক্ষেত্রে বুঝাই যাই, এটা ২য় টির ক্ষেত্রে প্রযোজ্য। হ্যা নিজের আত্মতুষ্টি এবং সংসারে নিজের অবস্থানকে প্রশ্নবিদ্ধ না করতে জব একটি অন্যতম উপায়। তবে সাংসারিক দায়িত্ববোধের খাতিরে এবং আর্থিক সমস্যা না থাকলে, এটিকে এড়িয়ে চললে খারাপ মনে হয় না। আর পরিস্থিতি সাম্লানোর জন্য নিজে সৎ থেকে ঠান্ডা মাথায় ভাবলে আশা করি সমাধাণ চলে আসবে। সত্যি কথা বলতে জীবন এরকমই, অনেক সহজ ব্যাপার ও কঠিনতর হয় সামনে চলে আসে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ