Call

যেহেতু আপনারা না করলে শুনে না তাই উচিত কোন হুজুরের মাধ্যমে তাকে বুঝানো। মদ পানকারী সম্পর্কে ইসলাম কি বলে তা জানানো উচিত। তিনি পাচ ওয়াক্ত নামাজের প্রতিজ্ঞাবদ্ধ করাবেন। কুরআন ও সুন্নাহ অনুযায়ী চলার পরামর্শ দিবেন। আল্লাহ ভয় মনে ঘুকলে আস্তে আস্তে সব খারাপ কাজ বা অভ্যাস ছেডে দিবে। আমরাও দোয়া করি আপনার আব্বা যেন এ পথ থেকে ফিরে আসেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনার বাবাকে এই সব জিনিসের অপকারিতা বুঝান।আল্লাহ তার রাসুলের বিধিবিধান জানান।সন্তান হিসাবে আপনার এই খারাপ লাগাটা বোঝাতে চেষ্টা করুন।আর সম্ভব হলে আল্লাহ্‌র রাস্তায় তাবলীগ এ সময় দিতে বলুন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনার বাবাকে যত বোঝান না কেন কোন কিছু দ্রুত বশ করা সম্ভব না কারন যে নেশা করে সে সেটি না করতে পারলে পাগল হয়ে যায়, তবে এক্ষেত্রে একটা পরামর্শ আপনাকে দিতে পারি। আপনার বাবাকে আপনাদের পরিচিত এমন এমন একটা যায়গা বেড়াতে নিয়ে যেতে পারেন, যেখানে মদ পাওয়া সম্ভব না, মান সম্মানের ভয়ে খেতে ও পারবে না। তাকে পান খাওয়ার অভ্যাস করাবেন, পান খেলে হয়তো মদের নেশাটা হালকা হয়ে যাবে আস্তে আস্তে, ১৫ দিন নেশা থেকে বিরত থাকতে পারলে হয়তো নেশার চাহিদা কমে আসবে, তখন তাকে তাবলীগে পাঠিয়ে দিবেন আল্লাহ্ চা'হে তো সে ভাল হয়ে যেতে পারে। আর তার সাথে সবসময় ভাল ব্যাবহার করবেন, তাকে কোন মানসিক টেনসনে ফেলবেন না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
তাবলীগ জামাতে চিল্লায় পাঠাতে পারেন।  তবে হ্যাঁ,  তার আগে মসজিদে সময় লাগাতে হবে।


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Yakub Ali

Call

আপনার বাবা কে বোঝানোর পর সমাধান

না হলে  মাদকাসক্ত নিরাময় কেন্দ্র,

মনোজগত সেন্টার এ যোগাযোগ করতে

পারে।

এতে চিকিত্সা নিলে উপকৃত হবেন।

সেখানে দক্ষ মনোবিধ আছে।

তবে সব মাদকাসক্ত নিরাময় কেন্দ্র কিন্তু

বিশ্বস্ত নয়, তাই সঠিক টাই নির্বাচন করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনার বাবাকে যত বোঝান না কেন কোন কিছু দ্রুত বশ করা সম্ভব না কারন যে নেশা করে সে সেটি না করতে পারলে পাগল হয়ে যায়, তবে এক্ষেত্রে একটা পরামর্শ আপনাকে দিতে পারি।  আপনার বাবাকে আপনাদের পরিচিত এমন এমন একটা যায়গা বেড়াতে নিয়ে যেতে পারেন, যেখানে মদ পাওয়া সম্ভব না,  মান সম্মানের ভয়ে খেতে ও পারবে না।  তাকে পান খাওয়ার অভ্যাস করাবেন, পান খেলে হয়তো মদের নেশাটা হালকা হয়ে যাবে আস্তে আস্তে,  ১৫ দিন নেশা থেকে বিরত থাকতে পারলে হয়তো নেশার চাহিদা কমে আসবে,  তখন তাকে তাবলীগে পাঠিয়ে দিবেন আল্লাহ্ চা'হে তো সে ভাল হয়ে যেতে পারে। আর তার সাথে সবসময় ভাল ব্যাবহার করবেন, তাকে কোন মানসিক টেনসনে ফেলবেন না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ