Rubidium

Call

ব্যাটারিতে পানির পরিমাণ বাড়ার কোন সুযোগ নেই।কারণ ব্যাটারিতে পানি ধারণ করার একটা মাপ আছে।সেটা পূর্ণ হলেই ঠিকমতো পানি আছে।তবে বেশি পানি দিলে তা উপচে পড়ে।আর এইকারণেই অতিরিক্ত পানি দেওয়ার কোন সুযোগ নেই।তবে বেশি পানি হয়ে গেলে ভিতরে যে সালফিউরিক এসিড থাকে তার পরিমাণে গরমিল দেখা দেয়।মানে এসিডের দ্রবণটা বেশি পাতলা হয়ে যায়।এতে চার্জ প্রদাণে ব্যাটারির সমস্যা হতে পারে।অতিরিক্ত পানি হয়ে গেলে বড় ড্রপার পাওয়া যায়।এটা দিয়ে পানি বের করে দিতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ