শেয়ার করুন বন্ধুর সাথে
RushaIslam

Call

এর কারণ ওক জিন। ফ্যাট সেলের মধ্যকার এ জিন লেপটিন হরমোন তৈরি করে থাকে। এ হরমোন মস্তিষ্কের হাইপোথ্যালামাসে জানিয়ে দেয় দেহে চর্বির পরিমাণ। মস্তিষ্কে ক্ষুধা নিয়ন্ত্রক সেল আছে। জিনগত ত্রুটির কারণে যদি লেপটিন হরমোন বেশি সংশ্লেষিত হয়, তাহলে দেহে ক্ষুধার পরিমাণ কমে যায়। ফলে মানুষ মোটা হয়না। এই হরমোন বাড়াতে হলে প্রচুর পুষ্টিকর খাবার খেতে হবে,তবে যদি কেবল জেনেটিক সমস্যা হয় তাহলে অধিক খেয়েও মোটা হবেন না।খাদ্যে ক্যালরি গ্রহণ ও খরচের মধ্যে ভারসাম্য রাখবেন।পর্যাপ্ত জল পান করবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ