Rafirayhan

Call

আপনি নিজের পরিবারের কোন সমস্যা দেখিয়ে ব্যাপারটা বুঝিয়ে বলতে পারেন অথবা সরাসরি সত্য টাই বলতে পারেন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Waruf

Call

আপনার পরিবারের আর্থিক অবস্থা যদি ঐ পরিমান অর্থ দিতে কষ্ট ভোগ করে তবে বিষয়টা সরাসরি সত্য বলুন। অবশ্যই স্যার কমাবেন। কিন্তু যদি পরিবারের খুব বেশি সমস্যা না থাকে তবে কম করার কথা বইলেন না, যদি নিজে কিছু শিখতে চান। আমিও টিউশন করি।  আমাদের কিন্তু কিছু নীতি বা বিষয় থাকে। কেউ টাকা কম দিলে হয় তাকে ছেড়ে দেয় অথবা টাইম কমিয়ে দেই, সময় নিয়া অত ভাল বোঝায়না। আমাদের দোষ দিওনা। আমরা ফাকিবাজ নই। এমনটা করতে বাধ্য হতে হয়। কারন এই টিউশন এর উপর আমাদের চলতে হয়। তুমি কম দিলে আমাকে চলার মত উপার্জন করতে আরও একজন ছাত্র খুজতে হয় তাকে সময় দেবার জন্য তোমার কাছের সময় কমে যাবে।  আমরা নির্মম নয়। সত্যি কোন পরিবার আর্থিক অক্ষম হলে খুশি হয়ে যা দেয় তাতেই পড়াই। কিন্তু অবস্থা ভাল হলে না। কাজেই সির্ধান্ত তোমার কম দেয়া তো মানুষের জন্মগত বিষয়। হয়ত আমিও কম দেবার চেষ্টা করি। কিন্তু সব জায়গায় সব ক্ষেত্রে না। সত্যি কথা বলতে কি আমরা সুপার মার্কেটে একদরে মার্কেট করি। ভি আইপি হোটেলে চড়া দামে বিনা কমে অর্ডার করি। আর বাজার করতে চেয়ে গরীব বৃদ্ধ কোন চাচা কিছু নিয়া বসলে আমরা অর্ধেক দাম বলে বলি চাচা দিবেন? এটাই আমাদের প্রবৃত্তি। তাই প্রকৃত শিখতে চাইলে আর্থিক দিক বিবেচনা করেই ঠিক করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ