RushaIslam

Call

এসি ঠান্ডা বাতাস দেয়, সেজন্য এসিতে এমন ব্যাবস্থা থাকে যাতে বাতাস ঠান্ডা করা যায়।মুলত এই ঠান্ডা করাই এসির আসল কাজ।মানে কোন কিছু থেকে তাপ  সরিয়ে বা বের করে দিলেই সেটা ঠান্ডা হবে, এটা কিভাবে করে সেটা বুঝতে হলে গ্যাসের কিছু সাধারন ধর্ম বুঝতে হবে। যদি ঘনভুত অবস্থা থেকে প্রসারিত হয়ে গ্যাসীয় অবস্থায় যায়, তাহলে কিছু শক্তির প্রয়োজন হয়।এই বিষয়টাই এসিতে করা হয়, একটা সুবিধাজনক গ্যাসকে তরল করে যখন পাইপের ভিতর দিয়ে সেটা গ্যাসে পরিনত হতে দেওয়া হয় তখন পাইপের বাইরে থেকে তরল গ্যাসটা তাপ নিয়ে গ্যাসীয় আকার বদলে যায় আর সেই পাইপের বাইরে থাকে বাতাস যার থেকে তাপ নিয়ে নেয় এবং সেটা ঠান্ডা হয়ে যায়, এই ঠান্ডা বাতাসই তখন ফ্যানের সাহায্যে এসি কোন স্থানে প্রদান করে। তবে সেই বাতাসের থেকে ধুলিবালি পরিস্কার বা যদি বাতাসে বেশি জলীয় বাস্প থাকে তা বের করে সঠিক মাত্রার শুষ্ক নির্মল বাতাস করার কাজ ও এসি করে থাকে ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ