কিভাবে এই ওয়াইফাই এর পাসওয়ার্ড এই মেশিন থেকে পাবো আর কিভাবে বের করবো দয়া করে জানাবেন।
Share with your friends
Call

রাউটারের সাথে পাসওয়ার্ড দেওয়া থাকে না। 

রাউটারের সাথে থাকে কাস্টম পিন(Custom Pin) 

এই পিন দিয়ে wifi. কানেক্ট করতে পারবেন 

তবে,wps/wpa সিকিউরিটি ওয়াইফাই

গুলোই কানেক্ট করতে পারবেন।কানেক্ট করার 

পর মোবাইল রুট থাকলে Wifi passward viewer Apk

দিয়ে পাসওয়ার্ড দেখতে পারবেন।এবার, জানুন 

যে কাস্টম পিন কোথায় থাকে রাউটারের যদি

 রাউটার রুমে কোন উচুঁ জায়গাতে দেওয়া 

থাকে তাঁহলে রাউটারটি নামিয়ে দেখুন পিছনে লেখা 

থাকে "Custom pin " কোন কোন রাউটারে শুধু 

পিন লেখা থাকে -সেই কাস্টম পিন দেখতে পাবেন 

৮ সংখ্যার কাস্টম পিন মনে রাখবেন।এবার Wps-wpa wifi testar এই অ্যাপসটি ডাউনলোড করে ইনস্টল

 দিয়ে অ্যাপসে ঢুকে ওয়াইফাইটির নাম কি দেওয়া

 আছে সেই wifi টি সিলেক্ট করে wifi এ ক্লিক করুন।

এবার দেখবেন নিচে কিছু অপশন আছে সেখান থেকে Custom pin ক্লিক করে, ৮ সংখ্যার কাস্টম পিন দিন কানেক্ট 

হয়ে যাবে।আর পাসওয়ার্ড দেখবেন কিভাবে, ফোন 

রুট করে wifi passward viewer অ্যাপস গিয়ে কানেক্ট করা 

wifi গুলো দেখতে পাবেন।শুধু ক্লিক করলেই পাসওয়ার্ড 

দেখতে পাবেন।

Talk Doctor Online in Bissoy App