শেয়ার করুন বন্ধুর সাথে
RushaIslam

Call

@ভাইরাস : কিছু ভাইরাস ব্যাকটেরিয়ার মধ্যে বংশবৃদ্ধি করে। এছাড়া ভাইরাস পোষক দেহে বংশবৃদ্ধি করে থাকে। এদের জীবনচক্র দুই প্রকারের হয়ে থাকে: ১. লাইটিক চক্র ২. লাইসোজেনিক চক্র লাইটিক চক্র: ভাইরাস পরজীবী হিসেবে বংশবৃদ্ধি করে তাই এদের বংশবিস্তার প্রক্রিয়া প্রত্যক্ষ করা কঠিন। যে জীবনচক্রে বিভিন্ন ধাপ অতিক্রম করে ফাযের (অণুজীব আক্রমণকারী ভাইরাস) অপত্য কোষগুলো শেষ পর্যায়ে ব্যাকটেরিয়াকে বিগলিত করে মুক্ত হয়, সে জীবনচক্রকে লাইটিক চক্র বলে। লাইটিক চক্র সাধারণত ব্যাকটেরিওফাযের জীবনচক্রে দেখা যায়। @ব্যাকটেরিয়া: এরা দ্বি বিভাজন পদ্ধতিতে বংশবৃদ্ধি করে। প্রথমত, পুর্নতাপ্রাপ্ত ব্যাকটেরিয়ার কোষ প্রথমে লম্বায় বৃদ্ধি পায়। এর সঙ্গে সঙ্গে কোষের ক্রোমোসোম তথা DNA দুইভাগে বিভক্ত হয়। দ্বিতীয়ত, ক্রোমোসোম তথা DNA দুইভাগে বিভক্ত হওয়ার পর কোষের দুইভাগে অবস্থান করে। তৃতীয়ত, কোষের মধ্যস্থলে সাইটোপ্লাজমিক পর্দা দুই দিক থেকে ভাঁজ হয়ে ক্রমান্বয়ে ভিতরের দিকে ঢুকতে থাকে এবং বিভক্ত ক্রোমোসোমের তথা DNA ‘র মধ্য বরাবর একটি অনুপ্রস্থ প্লেট তৈরী করে। চতুর্থত, অনুপ্রস্থ প্লেট পরবর্তীতে কোষপ্রাচীরে পরিনত হয় এবং মাতৃকোষটিকে দুটি অপত্য কোষে বিভক্ত করে। অপত্য কোষের বৃদ্ধির ফলে স্ফীতি চাপ বৃদ্ধি পায়, যা কোষদুটিকে পরস্পর হতে বিচ্ছিন্ন করে। ফলে একটি  মাতৃব্যাকটেরিয়া কোষ থেকে দুটি নতুন ব্যাকটেরিয়া কোষ তৈরী হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ