মাথায় অনেক খুশকি হয়।শুধু মাথায় ই নয় মুখেও এর প্রভাব দেখা যায়। শীতের সময় এর প্রভাব বেশি দেখা যায়।এখন কিভাবে এর থেকে মুক্তি পাওয়া যায়। সাহায্যের প্রয়োজন......
শেয়ার করুন বন্ধুর সাথে

প্রথমতো, আপনি চর্মরোগ বিষেশজ্ঞদের পরামর্শ নিতে পারেন। . ফ্লুগাল, ফ্লুগার্ড, ডারমা (৫০,১৫০,২০০) খেতে পারেন। আশা করি ভালো হয়ে যাবে। তবে তা অবশ্যই ডাক্তারের পরামর্শনুয়ায়ী।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Jamiar

Call
আপনি ওডিসি শ্যাম্পু ব্যবহার করুন।  নিচে বিস্তারিত দেওয়া হলো:-

মাত্রা :-বিজ্ঞান ভিত্তিক খুশকি চিকিৎসার একমাত্র সমাধান ।কিটোকোনাজল ২ % শ্যাম্পু , যা USFDA অনুমােদিত একমাত্র খুশকিনাশক শ্যাম্পু ।ওডিসি ( কিটোকোনাজল ২ % শ্যাম্পু ) সপ্তাহে নূন্যতম ২ - ৩ দিন করে ২ / ৩ সপ্তাহ ব্যবহার করলে খুশকি দূর হয় ।যদি নিয়মিত খুশকি হয় , তাহলে ১ বা ২ সপ্তাহ পর পর প্রতিরােধক হিসাবে এই শ্যাম্পু ব্যবহার করতে পারেন , এতে   দীর্ঘদিন খুশকি মুক্ত থাকতে পারবেন ।

ব্যবহারবিধি : 
  • অল্প শ্যাম্পু হাতে ঢেলে নিয়ে মাথার - ত্বকে / চুলের গােড়ায় ঘষে নিন ,  
  • স্বল্প পানি প্রয়ােগ করে চুলকে ফেনায়িত করুন । 
  • হালকা ম্যাসাজ করুন , 
  • ৩ - ৫ মিনিট রেখে দিন
  •  এরপর চুল ভালভাবে ধুয়ে ফেলুন । 
  • সর্বোত্তম ফলাফলের জন্য সপ্তাহে নূন্যতম ২ - ৩ দিন ব্যবহার করুন 
পরিস্কার থাকবেন নিয়মিত গরম পানি দিয়ে গোসল করবেন
 তবে ভালো হবে একজন চর্ম বিশেষজ্ঞ  ডাক্তারের পরামর্শ নিবেন।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ