XSS (Cross Site Scripting) আক্রমন হচ্ছে ক্লাইন্ট সাইড স্ক্রিপ্টিং যেমন জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে ইউজারের কুকি, সেশন ইত্যাদিতে একসেস নিয়ে ঐ ইউজার হয়ে সাইটে লগিন করতে পারে। মুল আক্রমন বৈশিষ্ট্য হচ্ছে এরকম, তবে আরো অনেক কাজ করা যায়। htmlspecialchars(), htmlentities() ইত্যাদি ব্যবহার করা যেতে পারে।

Talk Doctor Online in Bissoy App