শেয়ার করুন বন্ধুর সাথে
manik

Call

বইয়ের তাক কাচ বা কাঠের পাল্লা দিয়ে ঢাকা থাকলে ভালো হয়.....অন্তত দুই সপ্তাহে একবার বুকসেলফ ও বইগুলো পরিস্কার করতে হবে..বইয়ের কোণে কোণে নেপথলিন গুড়ো করে দিয়ে রাখতে হবে..নিয়মিত এটা করলেই পোকার আক্রমন অনেকটা কমবে...আর যদি উইপোকা বই ,বুকসেলফ কাটতে আরম্ভ করেই দেয় তাহলে ওই বুকসেলফ থেকে বইগুলো সরিয়ে সেল্ফ ভালো মত পরিষ্কার করে ওষুধ ছিটিয়ে তারপর বই রাখতে হবে...সবচেয়ে ভালো হবে যদি বইগুলো ওই সেল্ফ এ আর না রাখা হয়,কারণ বেশিরভাগ সময় পরিষ্কার করে রাখলেও কেটে ফেলা সেল্ফ এ উইপোকা আবার ফিরে আসে...কিংবা সেল্ফটিকেই ভালো অন্য কোনো জায়গায় শিফট করুন..

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ