শেয়ার করুন বন্ধুর সাথে

প্রথমে আপনার প্রোফাইলে যান। এক্ষেত্রে আপনি আপনার নামে ক্লিক করুন। তারপর আপনার প্রোফাইলের একটু নিচে দেখুন edit my profile লেখা । সেখানে ক্লিক করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

প্রথমে আপনার প্রোফাইলে যান। তারপর Edit My Profile এ ক্লিক করুন। এডিট করার জন্য কয়েকটা বক্স পাবেন। 'আমার ছবিঃ' বক্সে ছবি নির্বাচন করুন। তারপর নিচে 'ফেসবুক আইডিঃ' বক্সে আপনার ফেসবুক আইডির লিঙ্ক দিন এবং 'বৃত্তান্ত সংরক্ষণ কর' অপশনে ক্লিক করুন। হয়ে যাবে। অথবা https://www.bissoy.com/account এই লিঙ্কে গিয়ে উপরের কথা মতো সব লিখে 'বৃত্তান্ত সংরক্ষণ কর' অপশনে ক্লিক করলেও হয়ে যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

প্রথমে আপনি আপনার প্রোফাইলে যান নিচে দেখুন লেখা আছে Edit My Profile ওখানে ক্লিক করুন তারপর প্রোফাইল পিকচারে অপশন আছে ওখানে একটা Brows বক্স পাবেন ওখানে ক্লিক করে মেমোরীতে গিয়ে একটা ছবি চয়েজ করে সিলেক্ট করুন আর আপনার ফেসবুক আইডি এড করতে হলে প্রথমে আপনার আইডি কোড লাগবে যেমন ধরুন আপনার আইডি কোড 1000055 তাহলে লিখুন http://www.facebook.com/100055 তার পর নিচে সংরক্ষন এ ক্লিক করলেই কাজ শেষ এভাবেই এই দুটি কাজ করা হয়

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ