সবাই বলে আমি বেশি কথা বলি, তাই কিভাবে বেশি কথা বলা দুর করা যায়।
শেয়ার করুন বন্ধুর সাথে

সব সময় চেষ্টা করবেন অতি প্রয়োজন ছাড়া কথা না বলার। কথা বলার আগে ভাববেন আপনার কথাটি কতটুকু গ্রহনযোগ্য। পরিবেশ ও পরিস্থিতির উপর ভিত্তি করে কথা বলবেন।  এভাবে করলেই আশাকরি কাজ হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

এক্ষেত্রে যদি আপনি চেষ্টা করেন আমি কম কথা বলে থাকবো,সেক্ষেত্রে আপনার সফল হওয়ার সম্ভাবনা খুবই কম।কেননা কখন আপনি বেশি কথা বলে ফেলেছেন টেরও পাবেন না। তাই আপনি এক্ষেত্রে বইএর সাথে বেশি সময় কাটাতে পারেন, এতে আপনি বেশি কথা বলার চান্স পাবেন না। এছাড়া বই পড়ে(শুধুমাত্র একাডেমীক বই না বাইরের বই ও)আপনি জ্ঞানও  অর্জন করতে পারবেন। আপনি যদি গল্পের বই পড়ে থাকেন,বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন গল্পের নায়ক খুব কম কথা বলে। আমাদের সবার মধ্যে একটা সুপ্ত বাসনা থাকে নিজেকে নায়ক প্রমাণ করার।এভাবে আপনি অই গল্পের নায়ক দ্বারা পরোক্ষভাবে অণুপ্রাণিত হয়ে কথা বলা কমিয়ে দিতে পারেন। এছাড়া কথায় আছে শিক্ষিত মানুষ কম কথা বলে,তাই নিজেকে সুশিক্ষিত তথা স্বশিক্ষিত করুন। আশা করি অন্য গুলো আপনার ক্ষেত্রে কাজে না দিলেও শেষের কথাটি নিশ্চয়ই কাজে দেবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনি কথা বলার আগে কিছু বিষয় চিন্তা করে নিন-

  • আপনি যা বলছেন তা কী আদৌ পরিবেশ অনুসারে সঠিক
  • যা আপনি বলছেন তা কী সঠিক
  • যে বিষয়ে আপনি বলছেন সে বিষয়ে কী আপনার স্পষ্ট ধারণা আছে
  • যাদের আপনি বলছেন তাদের সাথে আপনাদের সম্পর্ক কী
  • যা আপনি বলছেন তা কী তাদের কাছে গ্রহণযোগ্য হবে
  • আপনি যা বলছেন তা প্রাসঙ্গিক না অপ্রাসঙ্গিক
এরকম কিছু বিষয় ভেব নিয়ে কথা বলুন। অতিরিক্ত কিছু না বলে শুধু প্রয়োজনীয় কথাটুকু বলুন। আশা করি আপনার 'বাচাল' উপাধিটি নির্মুল হয়ে যাবে।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আমাদের সমাজে যদি কেউ বেশি কথা বলে তাকে বাচাল বলা হয়। যাকে অনেকে অপছন্দ করে থাকে। তাই আমাদের উচিত প্রয়োজনীয় কথা ছাড়া না বলা,অতিরিক্ত কথা বলা উচিত নয় মনে করেনঃ আমি আপনাকে জিজ্ঞাসা করলাম ভাই আপনার বাপের/ আব্বুর নাম কী....!? আপনি উত্তর দিলেনঃ রহিম মন্ডল আরে ভাই চেনে না কাদের মন্ডল এর চাচাতো ভাই রহিম মন্ডল আমি তার ছোট ছেলে। কিন্ত আপনি এটা না বলে খুব সহজে বলতে পারতেন আপনার বাপের/আব্বুর নাম রহিম মন্ডল। তাই প্রয়োজনীয় কথা ছাড়া বলা যাবে না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
amirupu

Call

আপনি এই হাদিস যদি মানেন তাহলে এর হতে রক্ষা পেতে পারেন। মাং সমাতা নাজাহ। মানে যে চুপ থাকে সে নাজাত পায়।।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

সব সময় চুপচাপ থাকবে কথাকম বলার চেষ্টা করবেন। বললে ও প্লাস পয়েন্ট এর কথা বলবেন। অযথা কথা থেকে বিরত থাকবেন। নিজের প্রতিআত্নবিশ্বাসী হন ধন্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
FSShakil

Call

এক কথায় প্রয়োজন ছাড়া কথা বলবেন না...

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ