আমি কম্পিউটার বিভাগে ৭ম সেমিষ্টারে রানিং আমার যা ধারনা তা বলছি পলিটেকনিক থেকে computer science এ পড়ালেখা করে অবশ্যই সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া যায় কেননা এখানে কম্পিউটার/computer science পড়লে তোমাকে কম্পিউটার এর অনেক ধরনের বই পড়তে হবে যেমন প্রোগ্রামিং(সি,সি++,জাভা,ভিজুয়্যাল বেসিক) ওয়েভ ডিজাইন(এইচটিএমএল,সিএসএস,পিএসপি), নেট ওয়ার্কিং, ডাটাবেস ইত্যাদি টেক বিষয় সহ আবার বাংলা,ইংরেজি,ও গণিত সহ সায়েন্স, কমার্স ও মানবিক শাখার বই ও ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স এর বই গুলো যে কোন ডিপারমেন্টের ছাত্রদেরকে  অবশ্যই পড়তে হয়। এখন কথা হলো সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলতে ইউন্ডোজ সফটওয়্যার কাজ করলে অনেক হাই লেভেলের প্রোগ্রামিং জানতে হবে। অ্যান্ড্রয়েড হলে জাভা দিয়ে পারা যাবে। এখানে একটা কথা বলি উপরে বলছি জাভা এর বই পড়তে হয় তার মানে না যে আপনি কলেজ থেকে একেবারে জাভা মাস্টার হবেন কলেজ জাস্ট সব কিছুর বেসিক শেখা হবে কোন একটা বিষয় নিয়ে দক্ষ হতে হলে নিজে নিজে ব্যবস্থা নিতে হবে। সাধারণত ভালো সফটওয়্যার ডেভেলপভার হতে হলে বিএসসি করতে হবে বলে আমার ধারণা। আবার এমন ও হতে পারে যে ডিপ্লোমার পুরো চার বছর যদি পড়ার পাশাপাশি প্রোগ্রামিং ভালো করে শিখতে তাহলে ঠিক আছে। মোট কথা কলেজ থেকে কোন একটা বিষয়ে তোমাকে কখনও দক্ষ করবে না হয়তো সব বিষয়ে প্র্যাক্টিক্যাল ভালো করে করাতে পারে যদি ভালো পলিটেকনিক হয়। যেমনঃ বগুড়া,ঢাকার পলিটেকনিক নাকি খুবই ভাল। আমি এমনে কক্সবাজার পলিটেকনিকে আছি। প্রশ্ন রিলেটেট অনেক কথা বললাম যদি ও সব কিছু প্রশ্ন প্রাসঙ্গিক নয়।এই বিষয়ে আরো কোন কথা থাকলে ফোন করতে পারো চাইলেঃ ০১৮৩৭০১৩৬৪০

Talk Doctor Online in Bissoy App