অথাৎ হালুম, টুকটুকি, ইকু, শিকু এগুলো কি কাটুন? নাকি মানুষ পোষাক পরে? কিভাবে তৈরী? বিস্তারিত জানান ।
Share with your friends
Call

এটা আসলে দুই ভাবেই করা যায়। তবে ওদের Movement দেখে মনে হচ্ছে পুতুল। কারণ ওদের Movement মানুষের মত Smooth না। কিছুটা লাফিয়ে চলে। গতি হঠাৎ বাড়ে আবার কমে যায়। পুতুল নাচের সময় যেভাবে রশির সাহায্যে Movement করানো হয় এখানেও সেই রকমই করা হয়েছে বলে মনে হচ্ছে। 

Vodafone এর এড দেখেছেন maybe. ওদের Cartoon গুলো কিন্তু মানুষ। Youtube এ সিসিমপুর আর Vodafone দুটোর ভিডিও দেখলেই পরিষ্কার বুঝতে পারবেন। 

অবশ্য Vodafone এর Cartoon গুলো Animation বলেই মনে হত যদি না সত্যিটা তারা প্রকাশ না করত।

Talk Doctor Online in Bissoy App
Unknown

Call

এখানে সাইজে বড় যেগুলো সেগুলো মূলত কস্টিউম পরিহিত অভিনেতা, আর ছোট গুলো হলো পাপেট। সুতো বা চিকন শলাকা দিয়ে এগুলোর চলাফেরা নিয়ন্ত্রণ করা হয়। আরও অনেকভাবেই পাপেট নিয়ন্ত্রণ করা সম্ভব, তবে সিসিমপুরে ক্লাসিক পদ্ধতিই ইউজ করা হয়।

Talk Doctor Online in Bissoy App