আপনি সিম কোন স্লটে রেখেছেন তা ব্যাপার না। সেই স্লটটি ফোরজি করা কিনা খেয়াল রাখুন। সাধারণত ১ নং স্লটে ফোরজি থাকে। ২ নং স্লটে শুধুমাত্র থ্রিজি। সকলের ফোনের সেটিংস এক রকম না। আপনি যেই সিমটি দিয়ে ভালো স্পিডে ইন্টারনেট ব্যাবহার করতে চান লক্ষ্য করুন সেই সিমটি কোন স্লটে আছে। তারপর সেটিংয়ে গিয়ে দেখুন সেই স্লটটি ফোরজি করা কিনা। করা না থাকলে করে নিন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ