Call

রাউটার যথাসম্ভব উঁচু স্থানে রাখুন।আর wifi কি আপনি একাই চালান? বেশিজন একসাথে চালালে তাদের block করে দিন। পিসি হলে driver pack disk 30/40 tk নিবে, কিনে নিয়ে সেটাপ দেন। আর wifi speed আগে থেকেই কম থাকলে কম speed পাবেন।

Talk Doctor Online in Bissoy App
Call

আপনি আপনার ওয়াইফাই টি ঘর এর মাজ বড়াবর রাখুন এবং তাতে কত জন কানেক্ট আছে তা চ্যাক করুন যদি বেশি জন কানেক্ট থাকে তাহলে তাদের ব্লক করুন। ধন্যবাদ

Talk Doctor Online in Bissoy App
Arman

Call

ওয়াইফাই এর গতি বাড়ানোর ৪ টি উপায়: রাউটারের লোকেশন পরিবর্তন: ওয়াই-ফাই সংযোগের গতি বাড়ানোর সহজ উপায় হল রাউটারের অবস্থান পরিবর্তন বা অবস্থানের মাঝে সমন্বয় রক্ষা করা৷ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, রাউটার বাড়ির ভিতরে আসা ইন্টারনেট তারের খুব কাছাকাছি রাখা হয়৷ যা উচিত নয়৷ পাশাপাশি বেশিরভাগ রাউটারের অ্যান্টেনার অবস্থান ঠিক করে রাখা হয় না৷ ফলে অ্যান্টেনার থেকে সব দিকে সংকেত পাঠানো ও রিসিভ করা সম্ভব হয় না৷ তাই রাউটারকে এমন স্থানে রাখা উচিত যেখান থেকে রাউটার সবদিকে সংকেত পাঠাতে পারে বা সংকেত রিসিভ করতে পারে৷ ওয়্যারলেস রাউটারের সামনে একটি উন্নত অ্যান্টেনা করুন : কখনও কখনও রাউটারের অবস্থান পরিবর্তন করে ইন্টারনেটের গতি উন্নত বাড়ানো সম্ভব হয় না৷ এই ক্ষেত্রে কর্মক্ষমতা বাড়ানোর জন্য অ্যান্টেনা পরিবর্তন করা যেতে পারে৷ যদি একটি রাউটারের চারপাশে অনেক দেওয়াল বা অনেক বাধা থাকে তবে সেক্ষেত্রে একটি এক্সটারনাল অ্যান্টেনা রাউটারের সামনে বা সঠিকভাবে ব্যবহার করে রাউটারের কার্যক্ষমতা বাড়ানো যেতে পারে৷ রাউটারের কার্যক্ষমতা বাড়লে তবেই বাড়বে ইন্টারনেটের স্পিড৷ একটি ওয়্যারলেস রিপিটার যোগ করা: রাউটারে নেটওয়ার্কের পরিসীমা বাড়াতে একটি ওয়্যারলেস রিপিটারের সাহায্য নিতে পারেন ব্যবহারকারী৷ এই রিপিটার রাউটার ও সংযুক্ত ডিভাইসের মধ্যে একটি সেতু হিসাবে কাজ করবে৷ বাজারে এমন অনেক ভালো ভালো রিপিটার পেয়ে যাবেন কম দামে৷ ব্যাকগ্রাউন্ডের ডেটা ডাউনলোড বন্ধ করুন : একটি ইন্টারনেট নেটওয়ার্কের গতি অনেক সময় ব্যাকগ্রাউন্ডে চলা একাধিক কাজের জন্য স্লো হতে পারে৷ ব্যবহারকারী কম্পিউটার, ট্যাবলেট, বা ফোনের ব্যাকগ্রাউন্ডে যদি একাধিক ট্যাব একসঙ্গে চলতে থাকে তবে ইন্টারনেটের গতি কমতে বাধ্য৷ তাই ইন্টারনেটের গতি বাড়াতে অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশন বা ট্যাব বন্ধ করলে ইন্টারনেটের স্পিড বাড়বে৷ ধন্যবাদ,

Talk Doctor Online in Bissoy App

আপনি "Router Setup Page"/ 192.168.0.1 এই আইপি তে গিয়ে Username=pass দুইটাই Admin দিবেন। তারপর নিচের মতো করবেন, উপরে বাম দিকে ক্লিক করবেন >Wireless, Mode:11Bgn Maxed Channel Width:40Mhz Channel:13 যদি উত্তরটি সর্বোত্তম মনে হয় তাহলে নির্বাচিত করতে পারেন

Talk Doctor Online in Bissoy App