আমি Facebook lite ব্যাবহার করি...কিন্তু আমি যখন ছবি আপলোড করি তখন আমার ছবি গুলো ফাটে..কিভাবে আমি এই সমস্যা সমাধান করবো
Share with your friends

আপনি সেটিং এ গিয়ে অ্যাপটির ডাটা ক্লিয়ার করে দিন অথবা অ্যাপটি আনইস্টল করে আবার ইনস্টল করে নিন ফলে যদি কোন সমস্যা থেকে থাকে তা সমাধান হয়ে যাবে।

Talk Doctor Online in Bissoy App

এটা খুবই স্বাভাবিক যে ফেইসবুকে ছবি আপলোড করলে ছবির কোয়ালিটি কিছুটা কমে যায়। Facebook lite দিয়ে ছবি আপলোড করলে এমনটাই হয়ে থাকে। সবারই এমনটা হয়ে থাকে। এক্ষেত্রে আপনি ফেইসবুকের অফিসিয়াল এপটি ব্যবহার করতে পারেন। অথবা crome, mozila firefox ব্যবহার করতে পারেন। opera mini দিয়েও করতে পারেন। এটা দিয়ে করলে অন্ততপক্ষে Facebook lite এর চেয়ে ভালোভাবে আপলোড হবে।

Talk Doctor Online in Bissoy App